শিরোনাম
রুপনারায়নকুড়া ইউনিয়নে 02-12-23 ইং তারিখে টিসিবি পণ্য বিতরণ করা হবে
বিস্তারিত
প্রিয় রুপনারায়নকুড়া ইউনিয়নবাসী
আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামী 02/12/2023 ইং, রোজ শনিবার ০৮ নং রুপনারায়নকুড়া ইউনিয়ন পরিষদে "টিসিবি" পণ্য বিতরন করা হবে। এইবার টিসিবির প্যাকেজ মূল্য - ৪৭০ টাকা, সয়াবিন তেল ২ লিঃ, মসুর ডাল ২ কেজি এবং চাউল ৫ কেজি। যারা "টিসিবি" কার্ডধারী রয়েছেন তারা নির্দিষ্ট সময়ে উপস্থিত হয়ে নিজ নিজ পণ্য ক্রয় করিয়া নেওয়ার জন্য বলা হইলো।
সময় : সকাল 11 টা থেকে 4 ঘটিকার মধ্যে টিসিবি পণ্য সংগ্রহ করতে হবে।
স্থান: রুপনারায়নকুড়া ইউনিয়ন পরিষদ কার্যালয়।
জনাব মোঃ মনজুর আল মামুন
চেয়ারম্যান
০৮ নং রুপনারায়নকুড়া ইউনিয়ন পরিষদ
নালিতাবাড়ী, শেরপুর।