শিরোনাম
বয়স্ক,বিধবা, প্রতিবন্ধীদের রুপনারায়নকুড়া ইউনিয়ন পরিষদে লাইভ ভেরিফিকেশন অনুষ্টিত হবে 27-09-24 থেকে 29-09-24
বিস্তারিত
প্রিয় রুপনারায়নকুড়া ইউনিয়নবাসী আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ০৮ নং রুপনারায়নকুড়া ইউনিয়ন পরিষদে বয়স্ক,বিধবা ও প্রতিবন্ধি ভাতাভোগীদের লাইভ ভেরিফিকেশন কার্যক্রম শুরু হবে।
*১,২,৩ নং ওয়ার্ডে ভেরিফাই হবে
২৭/০৮/২০২৪, ইং তারিখ মঙ্গলবার
**৪,৫,৬ নং ওয়ার্ডে ভেরিফাই হবে
২৮/০৮/২০২৪ ইং তারিখ বুধবার
**৭,৮,৯ নং ওয়ার্ডের ভেরিফাই হবে
২৯/০৮/২০২৪ ইং তারিখ বৃহ:পতিবার
উক্ত ভাতাভোগী যারা রয়েছেন তারা উপরোক্ত র্নিধারিত তারিখে উপস্থিত হয়ে নিজ নিজ কার্ড ভেরিফাই করে নিবেন।
#
#বিদ্রঃ যারা উক্ত লাইভ ভেরিফিকেশনে উপস্থিত থাকবেন না এবং কার্ড ভেরিফাই না করবেন তাদের মৃত ধরা হবে এবং উক্ত ভাতাভোগী কার্ডটি বাতিল বলে গন্য হবে।
প্রয়োজনীয় তথ্যঃ
## ভাতাভোগীর সচল বিকাশ নাম্বারসহ মোবাইল ফোন।
## ভাতাভোগী নিজে স্ব শরীরে উপস্থিত থাকতে হবে।
ধনবাদান্তে
জনাব, মোঃ মনজুর আল মামুন
চেয়ারম্যান
০৮ নং রুপনারায়নকুড়া ইউনিয়ন পরিষদ
নালিতাবাড়ী, শেরপুর।