জাতীয় স্থানীয় সরকার দিবস ২০২৩ উদযাপন উপলক্ষ্যে ১৭ থেকে ১৯ সেপ্টেম্বর ২০২৩ তিনদিনব্যাপী উন্নয়ন মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আজ বিকালে বর্ণাঢ্য র্যালি ও র্যালি পরবর্তী আলোচনা সভায় সভাপতিত্ব করেন জনাব খৃষ্টফার হিমেল রিছিল, উপজেলা নির্বাহী অফিসার, নালিতাবাড়ী, শেরপুর। প্রধান অতিথি হিসেবে মোবাইল ফোনের মাধ্যমে বক্তব্য রাখেন জনাব মতিয়া চৌধুরী, মাননীয় সংসদ উপনেতা ও সংসদ সদস্য, ১৪৪, শেরপুর ২। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জনাব মো: মোকছেদুর রহমান লেবু, উপজেলা পরিষদ চেয়ারম্যান, নালিতাবাড়ী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মো: আবু বক্কর সিদ্দিক, মেয়র, নালিতাবাড়ী পৌরসভা, জনাব এএইচএম মোস্তফা কামাল, সভাপতি, বাংলাদেশ আওয়ামীলীগ, নালিতাবাড়ী উপজেলা শাখা, জনাব ওয়াজ কুরুনি, সাধারণ সম্পাদক, বাংলাদেশ আওয়ামীলীগ, নালিতাবাড়ী উপজেলা শাখা, জনাব মো: আব্দুস সবুর, সভাপতি, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এসোসিয়েশন, নালিতাবাড়ী, অফিসার্স ইনচার্জ, নালিতাবাড়ী থানার প্রতিনিধি জনাব সায়েদুর রহমান, এসআই। উক্ত অনুষ্ঠানে সঞ্চালনা করেন জনাব মো: আনোয়ার হোসেন, কৃষি সম্প্রসারণ অফিসার, উপজেলা কৃষি অফিসারের কার্যালয়, নালিতাবাড়ী। এছাড়া আরও উপস্থিত ছিলেন বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ, প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ, জনপ্রতিনিধিসহ সুধীবৃন্দ।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস