নারী প্রার্থীর বৈশিষ্ট্য:
০১। ইউনিয়নের ওয়ার্ডের স্থায়ী বাসিন্দা এবং ১৮-৪৫ বছর বয়সের মধ্যে হতে হবে।
০২। পরিবার প্রধান এবং বিধবা/তালাকপ্রা্প্তা/স্বামী পরিত্যাক্তা/দুস্থ্য মহিলা(যার স্বামী উপার্জনে অক্ষম বা শারীরি/মানসিক প্রতীবন্ধী) হতে হবে।
০৩। ক্ষুদ্র নৃগোষ্ঠী/আদিবাসী/দলিত/হিজরা সম্প্রদায়ের সদস্যদের অগ্রাধিকার প্রদান করা হবে।
০৪। নারী প্রার্থীকে অবশ্যই মানসিকভাবে সুস্থ্য এবং মজুরির ভিত্তিক কর্ম সংস্থানের মাধ্যমে সরকারী সম্পদ যেমন- রাস্তা ঘাট রক্ষনাবেক্ষন ও উন্নয়নের জন্য শারীরিক সামর্থের অধিকারী হতে হবে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস